হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিটি সেকেন্ড মৃত্যুঝুঁকিতে কাটাচ্ছেন সাংবাদিকেরা

‘ফিলিস্তিনের গাজায় যেখানে গণহত্যা চালানো হয়েছে কিংবা বোমাবর্ষণ হয়েছে, খবর সংগ্রহে সেখানে যেতে আমরা ভয় পাই। কারণ, একই স্থানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল। প্রতিটি মুহূর্ত বিপদের। সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সুব ও হিশাম আলনওয়াজার মতো আমাদের সহকর্মীরা তাঁদের জীবন দিয়ে এই মূল্য চুকিয়েছে।’ গাজা উপত্যকার একটি সাইবার ক্যাফেতে বসে এসব কথা বলছিলেন ফ্রিল্যান্সার সাংবাদিক রাকান আবদেল রহমান।

তিনি ওই ক্যাফেতে বসেই তাঁর প্রতিবেদন লেখা কিংবা ছবি ও ভিডিও পাঠানোর কাজ করেন। এ সময় তাঁর পরনে ‘প্রেস’ লেখা একটি ভেস্ট দেখা যায়। তিনি জানান, যেকোনো মুহূর্তে আবার তাঁকে ঘটনাস্থলে যেতে হতে পারে। তাই এই প্রস্তুতি। ইসরায়েলের অব্যাহত বোমা হামলা ও অবরোধের কারণে গাজা উপত্যকায় ইন্টারনেট ও বিদ্যুতের সুবিধা নেই বললেই চলে। এ অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে তথ্য পাঠানো সাংবাদিকদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আবদেল রহমান বলেন, ‘বাজে ইন্টারনেট সংযোগ এবং বিদ্যুৎ-বিভ্রাটের কারণে আমরা রিয়েল টাইমে রিপোর্ট করতে পারি না। এমনকি রিপোর্ট করার মতো উপযুক্ত কোনো জায়গাও নেই এখানে। অনেক সময় প্রেস ভেস্ট ও হেলমেট পরা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি বাহিনী।’

 কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানায়, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত ১১ সাংবাদিক নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সুব ও হিশাম আলনওয়াজার নামের ওই তিন সাংবাদিক ১০ অক্টোবর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। ওই দিন গাজায় বোমা হামলায় বিধ্বস্ত হওয়া একটি ভবনের ছবি তুলছিলেন তাঁরা। ওই ভবন থেকে সাংবাদিকেরা প্রায় ১০০ মিটার দূরে অবস্থান করছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তু পরিবর্তন করে সাংবাদিকদের কাছাকাছি একটি ভবনে হামলা চালায়। এতে ওই তিন সাংবাদিক নিহত হন। 

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের