হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৮২

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার দেশটিতে থাকা হিজবুল্লাহ গেরিলাদের প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলায় এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যুর খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭২৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার আগে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাঁদের বিমান লেবাননের বেকা উপত্যকায় হামলার প্রস্তুতি নিচ্ছে। স্থল হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ইসরায়েল লেবাননে ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করেছে।

ইসরায়েলের তীব্র বিমান হামলার মুখে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যেতে দেখা গেছে অসংখ্য মানুষকে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে লেবাননের নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনীও।

কয়েক দিন ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে স্নায়ু যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছিল। যোগাযোগের জন্য হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিগুলোর একযোগে বিস্ফোরণ ওই যুদ্ধেরই সর্বশেষ পরিস্থিতি ছিল। তবে সোমবার দক্ষিণ লেবাননে সরাসরি বিমান হামলা পরিচালনা করেছে ইসরায়েলের বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারাও।

সোমবার হামলার আগে এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা লেবাননে হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর আগপর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।’

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার