হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের পথে সব জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি হুতিদের 

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। আজ শুক্রবার এ ঘটনার পর হুতি বিদ্রোহীরা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলের পথে যাওয়া সব জাহাজেই হামলা হবে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি জানানো হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার এটিই সর্বশেষ ঘটনা।

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হুতি বলেছে, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘আমরা জানি, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করেছে। এতে পণ্যবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন লেগে যায়।’

বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে বলেছে, জার্মান পরিবহন সংস্থা হ্যাপাগ-লয়েডের মালিকানাধীন কনটেইনার জাহাজটি ইয়েমেনের উপকূলীয় শহর মোচা থেকে উত্তরে একটি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাহাজের বন্দরের দিকে আঘাত করেছে। এতে ওভারবোর্ডে পড়ে যায় একটি কনটেইনার। ক্ষেপণাস্ত্রটির আঘাতে জাহাজের ডেকে আগুন লেগে যায়।

এএফপি বলেছে, বর্তমানে এলাকাটিতে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ। তারা আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে।

এ মাসের শুরুতে হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছিলেন, ইসরায়েল যদি আবারও গাজায় হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। সে সময় তিনি বলেন, ‘আমরা ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি একটি কার্গো জাহাজ এখনো আমাদের দখলে।’

গত ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে গাড়ি বহনকারী ইসরায়েলের একটি জাহাজ আটক করে হুতি যোদ্ধারা। সে সময় জাহাজটিতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন।

হুতি বিদ্রোহীরা বলেছে, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সব জাহাজকে আরব ও লোহিত সাগরে চলাচলে বাধা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র