হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের পর এবার ইয়েমেনে হামলা ইসরায়েলের

হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্যবস্তু করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। লেবাননে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে থাকা ইরান সমর্থিত হুতিদের লক্ষ্য করে এই হামলা শুরু করেছে দেশটি। 

বাংলাদেশ সময় রোববার রাতে বিবিসি জানিয়েছে, ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইয়েমেনের রাস ইসা এবং হুদাইদাহ এলাকায় হুতিদের সামরিক আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। 

ইসরায়েল বলছে, তারা ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনে হামলার বিষয়ে এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘ফাইটার জেট, রিফুয়েলিং এবং ইন্টেলিজেন্স প্লেন সহ বিমানবাহিনীর কয়েক ডজন বিমান নিয়ে আজকে একটি বড় আকারের বিমান অভিযানে ইয়েমেনের রাস ইসা এবং হুদায়দাহ অঞ্চলে হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে।’ 

আরও বলা হয়েছে, ‘আইডিএফ বিদ্যুৎকেন্দ্র এবং একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে, যা তেল আমদানিতে ব্যবহৃত হয়।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিওতে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে ইসরায়েলের হামলার চিত্র দেখা গেছে। 

এদিকে হামলার কথা স্বীকার করে হুতি নিউজ এজেন্সি একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘ইয়েমেনি সমর্থন ফ্রন্ট থামবে না। ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে আমাদের হামলা বন্ধ হবে না।’ 

এর আগে শুক্রবার ও শনিবার ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি যোদ্ধারা।

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত