হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতার বিশ্বকাপ ঘিরে জঙ্গি গোষ্ঠী ‘আইএসে নাড়াচাড়া’

কিছুদিন পরেই কাতারে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। তাই নিয়েই বিশ্বজুড়ে সাজ সাজ রব উঠেছে। ফুটবল উন্মাদনা শুরুর আগেই পশ্চিমা গণমাধ্যমের একটি খবর খানিকটা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এই আসরে জঙ্গি হামলা হতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম মারকার বরাতে বিশ্ব গণমাধ্যমে খবর এসেছে। 

যুক্তরাজ্যের এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের এই ক্রীড়া আসরে সন্ত্রাসী হামলা চালাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তার সদস্যদের উৎসাহিত করছে বলে আলামত মেলার পর নিরাপত্তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

এসব খবরে বলা হয়, স্পেনের আরেক গণমাধ্যম লা রাজন আইএসের সদস্যদের মধ্যে চালাচালি হওয়া এমন কিছু টেলিগ্রাম বার্তা পেয়েছে, যেগুলোতে কাতার বিশ্বকাপ ঘিরে ‘আইএসবিরোধী’ দেশগুলোর ওপর হামলার পরিকল্পনা আঁচ করা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আইএসের সমর্থকেরা ‘শুদ্ধিকরণের’ পরিকল্পনা করছে। কাতার বিশ্বকাপকে ঘিরে তাঁরা হামলা চালানোর ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছে। কারণ, অনেক ‘শত্রু দেশকে’ তখন তাঁরা কাছে পাবে। 

শত্রু দেশ হিসেবে বেলজিয়াম, ফ্রান্স ও কানাডার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। টেলিগ্রাম চ্যাট বক্সে শেয়ার করা দুটি ইনফোগ্রাফিকস পোস্ট হাতে পেয়েছে লা রাজন। সেখানে একদিকে আইএসবিরোধী দেশ ও অপরদিকে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম রয়েছে। 

মারকা বলছে, আইএসের সমর্থকেরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গোপন বার্তা চালাচালি করতেন। সেগুলোর মধ্যে হামলার বিস্তারিত পরিকল্পনাও ছিল। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বা সফলভাবে সহায়তা করেছে বিশ্বকাপের আসরে যোগ দেওয়া এমন দেশগুলোর ওপর একে হামলা চালানো হতে পারে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

ওই হামলাকে ‘শুদ্ধি অভিযান’ আখ্যা দিয়ে ‘কাতার বিশ্বকাপে অংশ নিয়ে তোমরা নিজেদের গোল দাও’ বলে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ‘এখানে গোল মুক্ত’। সেখানে কিছু বার্তা বেশি গোপনীয় হলেও অন্যগুলোতে চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে ‘সহিংস ও জৈবিক ‘হতে বলা হয়েছে। 

আইএসবিরোধী বৈশ্বিক জোট-গ্লোবাল কোয়ালিশন টু ডিফিট আইসিস-এর সদস্যদের লক্ষ্য করে আইএস সমর্থকদের হামলার পরিকল্পনা সংশ্লিষ্ট বার্তাগুলো লা রাজনসহ স্প্যানিশ গণমাধ্যম দেখেছে বলে খবর এসেছে। এসব হামলা কানাডা, বেলজিয়াম ও ফ্রান্সের ভক্তদের লক্ষ্য করে হতে পারে বলে এক্সপ্রেসের খবরে বলা হয়। 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার