হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজাব পরা নিয়ে ইরানের মেট্রোতে হামলায় কিশোরীর মৃত্যু

ইরানে মেট্রো স্টেশনে আহত কিশোরী আরমিতা গারাভান্দ মারা গেছেন। হিজাব না পরার কারণে দেশটির নীতি পুলিশের হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হয়ে কোমায় চলে যান। এর ২৮ দিন পর আজ তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এক বিবৃতিতে আইআরএনএ বলেছেন, ‘মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দীর্ঘ সময় কোমায় থাকার পর কয়েক মিনিট আগে তিনি (আরমিতা) মারা যান।’

চলতি সপ্তাহের প্রথমদিকে চিকিৎসকেরা আরমিতার ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে জানায়।

তেহরানের একটি মেট্রো স্টেশনে ১ অক্টোবর হিজাব না পরায় নৈতিকতা পুলিশের হামলার শিকার হন ১৬ বছর বয়সী কিশোরী আরমিতা গারাভান্দ। এর আগে ২০২২ সালে হিজাব পরার নিয়ম অমান্য করার অপরাধে কুর্দি তরুণী মাহসা আমিনিকে (২২) আটক করেছিল দেশটির নৈতিকতা পুলিশ। সে বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কোমায় থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাহসা আমিনির মৃত্যুর এক বছর পূর্তিতেই আরমিতা গারাভান্দের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় আরমিতার ওপর হামলার জন্য ইরানের নৈতিকতা পুলিশকে দায়ী করা হয়। মানবাধিকার কর্মীরা জানিয়েছে, দেশটির হিজাব আইন অমান্য করাদের জন্য কঠোরতর শাস্তির বিধান দেওয়ার কিছুদিন পরই নৈতিকতা পুলিশের হামলার শিকার হন আরমিতা। এই আইনে হিজাব না পরলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডও হতে পারে।

অভিযোগ করা হয়, হিজাব না পরায় তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে আরমিতাকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। তাঁর মাথায় আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন আরমিতা। পরবর্তী সময়ে তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন কোমায় চলে যান তিনি।

শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে ইরান কর্তৃপক্ষ। তারা দাবি করেছে, নিম্ন রক্তচাপের কারণে তেহরানের মেট্রো স্টেশনটিতে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন আরমিতা। এ ঘটনার সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়।

আরমিতার পরিবার এবং বন্ধুরাও ইরান কর্তৃপক্ষের সঙ্গে একই সুরেই কথা বলেছে। তবে তাদের এমনটি বলতে বাধ্য করা হয়েছিল কি না, তা জানা যায়নি। জাতিসংঘের কর্মকর্তারা এবং মানবাধিকার সংগঠনগুলো এর আগে অনেকবারই দাবি করেছে, নিহত বিক্ষোভকারীদের পরিবারকে সরকারের সমর্থনে বিবৃতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করত ইরানি কর্তৃপক্ষ।

আরমিতা গারাভান্দ ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত শহর কেরমানশাহের অধিবাসী। তবে তিনি তেহরানেই থাকতেন।

২০২২ সালে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়ে দেশটি।

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ায় সাধুবাদ জানাল ইসরায়েল

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১