হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল থেকে ‘প্রায় মেয়াদোত্তীর্ণ’ টিকা নেবে না ফিলিস্তিন

ঢাকা: ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ পেতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল ফিলিস্তিন। সেই চুক্তিটি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। 

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’ 

 এ নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাদেরকে বলেছিল যে জুলাই অথবা আগস্টে টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হবে। কিন্তু সেগুলো মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। টিকাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই আমরা সেগুলো নিচ্ছি না। ’
 
 ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 

ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’