হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল গাজায় ঢুকলে আমেরিকার ‘মোগাদিসু’ পরিণতি হতে পারে: সিআইএ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের পদাতিক সেনারা স্থল অভিযান শুরু করার সব প্রস্তুতি নিয়ে বসে আছে। কিন্তু ইসরায়েলের রাজনৈতিক নেতাদের সবুজ সংকেত না পাওয়ায় এই অভিযান এখনো শুরু হয়নি। অনেকেই মনে করেন, গাজায় প্রবেশ করলে ইসরায়েলি বাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এমনকি তারা পরাজিতও হতে পারে। 

এবার এ ধরনের আশঙ্কার কথা জানাল ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেত্রাউস। তিনি মনে করেন, ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করলে হামাসের সঙ্গে যুদ্ধ অনেক দীর্ঘায়িত হতে পারে। এমনকি এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারে। সেই অর্থে বিষয়টি ইসরায়েলের অনুকূলে না থাকার সম্ভাবনাও আছে। 

এ ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর কী পরিণতি হতে পারে, সেই বিষয়ে ধারণা দিতে যুক্তরাষ্ট্রের অতীত এক ভয়ংকর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন পেত্রাউস। তাঁর মতে, গাজায় প্রবেশ করলে সোমালিয়ার মোগাদিসু শহরে মার্কিন বাহিনীর যে পরিণতি হয়েছিল ইসরায়েলি বাহিনীরও সেই পরিণতি হতে পারে। 

জানা যায়, ১৯৯৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তিনটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল স্থানীয় যোদ্ধারা। পরে হেলিকপ্টারের বেঁচে যাওয়া সেনারা তাদের সঙ্গে এক তুমুল লড়াইয়ে অবতীর্ণ হয়। এই ঘটনা নিয়ে ‘ব্ল্যাক হক ডাউন’ নামে একটি সিনেমাও নির্মিত হয়েছে হলিউডে। 

পেত্রাউসের মতে, গাজা শহরেও হামাস যোদ্ধারা বাড়তি সুবিধা পেতে পারে। সেখানে ইসরায়েলি সেনাদের জন্য নানা ধরনের ফাঁদ পেতে রাখা ছাড়াও আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে হামাস। নানা ধরনের বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় ইসরায়েলি সেনারা বিপদগ্রস্ত হতে পারে। 

গাজা শহরের মাটির নিচে হামাস যোদ্ধাদের প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েল কর্তৃপক্ষের ধারণা, এই সুড়ঙ্গের মধ্যেই আত্মগোপন করে আছে হামাস যোদ্ধা ও তাদের শীর্ষ নেতারা। এ ছাড়া হামাসের দ্বারা অপহৃত ইসরায়েলিদেরও এই সুড়ঙ্গের ভেতর রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ অবস্থায় সম্ভাব্য পরিণতি ও আশঙ্কার কথা বিবেচনা করেই হয়তো স্থল অভিযানের অনুমোদন দিতে দেরি করছে ইসরায়েল সরকার। পাশাপাশি এ ধরনের অভিযান নিয়ে আন্তর্জাতিকভাবে বিরোধিতারও সম্মুখীন হচ্ছে ইসরায়েল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের