হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত  দুটি রকেট হামলা হয়েছে।  গতকাল রোববার এই রকেট হামলা চালানো হয়।

ইরাক সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতিয়বার মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা ঘাঁটির বাসভবনগুলোকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি । এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে এমন হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে যুক্তরাষ্ট্র।  ইরাকে ২০০৩ সালে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেখানে এখনো আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। ওই হামলার এক মার্কিন সেনা আহত হন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি রকেট অথবা বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গ ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়ে এখন বিশ্ব শক্তিগুলো আলোচনা করছে। এ ক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে বলে মনে করা হচ্ছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪