হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত  দুটি রকেট হামলা হয়েছে।  গতকাল রোববার এই রকেট হামলা চালানো হয়।

ইরাক সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতিয়বার মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা ঘাঁটির বাসভবনগুলোকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি । এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে এমন হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে যুক্তরাষ্ট্র।  ইরাকে ২০০৩ সালে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেখানে এখনো আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। ওই হামলার এক মার্কিন সেনা আহত হন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি রকেট অথবা বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গ ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়ে এখন বিশ্ব শক্তিগুলো আলোচনা করছে। এ ক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে বলে মনে করা হচ্ছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’