হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা 

১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সোমবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হন আরও কয়েকজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ আকরাম আবু সালাহ নামে ওই কিশোরকে জেনিনের সিলাত আল-হারিদিয়া গ্রামে হত্যা করা হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সদস্যরা মোহাম্মদ জারাদাত নামে এক ব্যক্তির বাড়ি ভাঙতে এসেছিল। গত বছর জারাদাত এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করেছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়ি ভেঙে দিতে এসেছিল ইসরায়েলি বাহিনীর সদস্যরা।

এ সময় ইসরায়েলি বাহিনী তাঁদের সঙ্গে একটি সামরিক বুলডোজার এনেছিল এবং সেই এলাকার রাস্তাঘাট আটকে রেখেছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিলাত আল-হারিদিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর শুনে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ পায়ে হেঁটে সেখানে পৌঁছান এবং ইসরায়েলি বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। জনগণকে নিরস্ত করতে ইসরায়েলি সেনারা রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে গেলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স প্রবেশেও বাধা দেয় ইসরায়েলিরা। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে ইসরায়েলি সেনা ও স্থানীয় বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি ঘটে। এ ছাড়া স্থানীয়রা ইসরায়েলি বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে ও পেট্রোল বোমা ছুড়ে। বিপরীতে স্থানীয়দের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে। 

তবে ওই গোলাগুলিতে কেউ নিহত হয়েছেন এমন কোনো খবর জানায়নি ইসরায়েলি সেনারা।

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি