হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

এইচটিএস যোদ্ধাদের ফাইল ছবি। ছবি: এএফপি

সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী। গতকাল বৃহস্পতিবার লাতাকিয়ার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।

লাতাকিয়া কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানিয়েছে, আসাদ সরকারের বিশেষ বাহিনীর কমান্ডার সুহাইল আল হাসানের অনুগত একটি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়; গোষ্ঠীটির নাম ‘কোস্টাল শিল্ড রেজিমেন্ট’।

এবারই প্রথম নয়, আসাদ সরকারের পতনের পর থেকে প্রায়ই সশস্ত্র ‘সন্ত্রাসী’দের হামলার শিকার হচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এর আগেও কেন্দ্রীয় শহর হামা, হোমস, ইদলিবসহ বেশ কয়েকটি শহরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক নিরাপত্তাকর্মী।

গতকাল বৃহস্পতিবারের ঘটনার পর লাতাকিয়ায় উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হুঁশিয়ারি দিয়েছে, সিরিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে দমনে কঠোর হবে কর্তৃপক্ষ।

এদিকে, আসাদ সরকারের পতনের তিন মাস পরও তাঁর অনুগতদের দ্বারা এমন ঘটনাকে আল শারার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা।

গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের হাতে পতন হয় আসাদ সরকারের। ৮ ডিসেম্বর বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে এইচটিএস নেতা আল শারার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত