হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় মানবিক করিডর চালুর আহ্বান পোপের

গাজায় অবরুদ্ধ ব্যক্তিদের সাহায্য করার জন্য মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের উদ্দেশে তার সাপ্তাহিক ভাষণে তিনি এই আহ্বান জানিয়েছেন। আল জাজিরার খবরে এমনটা বলা হয়েছে।  

পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি জোর দিয়ে বলছি যে শিশু, অসুস্থ, বয়স্ক, নারী এবং সমস্ত বেসামরিক নাগরিকরা যেন সংঘাতের শিকার না হয়।’

পোপ  বলেন, ‘সর্বোপরি গাজায় মানবিক অধিকারকে সম্মান করা হোক, তাদের সাহায্যের জন্য মানবিক করিডরের গ্যারান্টি দেওয়া জরুরি এবং প্রয়োজনীয়।’

ভ্যাটিকান সিটি এই সংকটে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।  

এদিকে, গাজায় একটি বড় ধরনের স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এই লক্ষ্যে গত শুক্রবার গাজার উত্তর অংশ থেকে সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তর অংশে প্রায় ১১ লাখ মানুষের বসবাস। ইসরায়েলের নির্দেশের পর ওই অঞ্চল থেকে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের আকস্মিক হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০ ছুঁয়েছে। জবাবে ইসরায়েলও বিমান হামলা শুরু করে গাজা শহরে। হাজার হাজার বোমার আঘাতে ইতিমধ্যেই গাজা শহরের নিহতের সংখ্যা প্রায় আড়াই হাজার।

গাজা শহরের মাটির নিচে হামাসের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস ও অপহৃত নাগরিকদের উদ্ধার করার জন্য স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা