ইরানের পশ্চিমাঞ্চলে একটি মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তান প্রদেশের পার্বত্য এলাকা মারিভান থেকে কামিয়ারান যাচ্ছিল বাসটি। মিনিবাসটি চালকের ভুলের কারণে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়, মিনিবাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন।
ইরানের যোগাযোগব্যবস্থা সাধারণত ভালো। তবে বিশ্বের যেসব দেশে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে ইরান সেগুলোর মধ্যে অন্যতম। ইরানে বেশির ভাগ সড়ক দুর্ঘটনাই ঘটে খারাপ ড্রাইভিং এবং যান্ত্রিক ত্রুটির কারণে।