হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঘাঁটি বুঝে নিতে আসাদকে ফেরত দিতে হবে, রাশিয়াকে সিরিয়ার প্রস্তাব

২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ফাইল ছবি

সিরিয়ার নতুন শাসক আহমেদ আল-শারাআ দেশটির সামরিক ঘাঁটি ব্যবহারের বিনিময়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফেরত দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া।

আল-জাজিরা জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বুধবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি। এর একদিন আগে, রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সিরিয়ায় নতুন শাসক আহমেদ আল-শারাআ-এর সঙ্গে বৈঠক করেছে।

রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদ। গৃহযুদ্ধের সময় রাশিয়ার সহায়তায় তিনি সিরিয়ার ক্ষমতায় ছিলেন। কিন্তু বিদ্রোহীদের আকস্মিক এক অভিযানে গত ডিসেম্বরে তিনি ক্ষমতাচ্যুত হন এবং মস্কোতে পালিয়ে যান।

বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, শারাআ দাবি করেছেন—আসাদকে ফেরত পাঠানোর পাশাপাশি সিরিয়ায় পুনর্গঠন ও পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ক্ষতিপূরণও দিতে হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে—দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।

মিত্র আসাদের পতন ঘটলেও সিরিয়ায় তারতুস নৌ-ঘাঁটি এবং খমেইমিম বিমানঘাঁটি ধরে রাখতে চায় রাশিয়া। এই ঘাঁটিগুলো ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চলের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। তবে সামরিক ঘাঁটি নিয়ে তারা কোনো সরাসরি মন্তব্য করেনি।

একটি সিরিয়ার সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়া সিরিয়ায় তাদের ভুল স্বীকার করতে নারাজ এবং দুই পক্ষ এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি। শুধুমাত্র আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, ‘সিরিয়ার সঙ্গে একটি স্থায়ী সংলাপ চালিয়ে যাওয়া জরুরি।’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা