হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এক দিনে ৯৪ জনের প্রাণহানি, নিহত বেড়ে ৫৮৫৭৩

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে গতকাল বুধবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় অন্তত ৯৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এক দিনে আরও আড়াই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গত অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। গতকাল বুধবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৪টি মরদেহ আনা হয়েছে এবং ২৫২ জন আহত হয়েছে। ইসরায়েলের এই হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ক্ষতিগ্রস্ত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে আছে।’

মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে সাতজন ফিলিস্তিনি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১ এবং আহত হয়েছে ৫ হাজার ৬৩৪ জন।

এ ছাড়া, ১৮ মার্চ গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে ৭ হাজার ৭৫০ জন নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছে, যা গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিকে ভঙ্গ করেছে।

গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। এ ছাড়া, গাজায় যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের