হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার প্রস্তাব দিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দুটি দেশ 

হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার শুরু হওয়া এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ ইতালি ও গ্রিসের প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। 

সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি বলেছেন, গাজায় সহিংসতার মাত্রা অবশ্যই কমাতে হবে এবং আন্তর্জাতিক মহলকে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করতে হবে। 

সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস একটি নতুন শান্তি প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন যা ইসরায়েল পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। 

কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, ‘কোনো সামরিক আগ্রাসন কখনোই একটি কার্যকর রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারেনা।’ 

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও এ সম্মেলনে তাঁদের বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। 

এদিকে এ সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। এ ছাড়া ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন। 

আজ মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এই সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন। এতে যোগ দিয়েছেন আফ্রিকার ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত