অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হন। আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার জেনিনের শরণার্থীশিবিরে অভিযানের সময় ফিলিস্তিনি তরুণ আহমাদ ফাথি (১৮) মাসাদের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা। এ সময় আরও তিনজন আহত হন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইসরায়েলি বাহিনীগুলিতে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ।
সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ফিলিস্তিন অধ্যুষিত এলাকায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।