হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিসরের সামরিক চৌকিতে হামলা করে ভুল স্বীকার করল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার কাছাকাছি মিসরের সামরিক সীমান্ত চৌকিতে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে। এদিকে এ হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের ভুলবশত হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন। ইসরায়েল এ ঘটনায় দ্রুত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। 

এদিকে হিজবুল্লাহ গতকাল শনিবার দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে। এতে ইসরায়েলের পাল্টা হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।

হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ালে সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’