অবরুদ্ধ গাজা উপত্যকার কাছাকাছি মিসরের সামরিক সীমান্ত চৌকিতে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে। এদিকে এ হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের ভুলবশত হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন। ইসরায়েল এ ঘটনায় দ্রুত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
এদিকে হিজবুল্লাহ গতকাল শনিবার দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে। এতে ইসরায়েলের পাল্টা হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ালে সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত।