হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফায় অভিযান চালালে জিম্মি মুক্তি হুমকিতে পড়বে: হুঁশিয়ারি হামাসের

গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। আজ রোববার ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীর এক নেতা এ হুঁশিয়ারি দেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত বেশির ভাগ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। 

হামাসের নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।

চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, তিনি সেনাদের রাফায় অভিযান চালানোর প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেন, এটি হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যের একটি অংশ। 

তবে তাঁকে রাফায় অভিযান না চালাতে বারবারই আন্তর্জাতিক মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। মিসরের সীমান্তবর্তী এ শহরটি ইসরায়েলের বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা গাজাবাসীদের শেষ আশ্রয়। 

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাঁদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যারা ইসরায়েলকে রাফায় যেতে নিষেধ করছে তারা হামাসকে টিকে থাকার লাইসেন্স দিচ্ছে। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের বের হওয়ার সুযোগ দিয়ে রাফায় অভিযান চালানো হবে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। ইসরায়েল বলছে, এখনো ১৩২ জন জিম্মি গাজায় রয়েছেন, কিন্তু এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধবিরতির জন্য কায়রোতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হামাসও যুদ্ধবিরতির জন্য সম্মত। ইসরায়েলি কারাগারে বন্দী নারী ও শিশুদের বিনিময়ে জিম্মি মুক্তি নিয়ে আলাপ করা হচ্ছে।

রাফায় বেশ কয়েকবারই হামলা করেছে ইসরায়েল, কিন্তু আজ খান ইউনিসের কয়েক কিলোমিটার উত্তরে হামলা বেশ তীব্র হয়েছে। এএফপি প্রতিনিধিরা এলাকাটিতে নিয়মিত বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছেন। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার