হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলা গাজায় ঘরছাড়া ৭ লাখ শিশু, নিহত ৪৬৩০ 

গাজায় ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে ৩৯তম দিনে। দীর্ঘ এই সময়ে ইসরায়েলি বিমানবাহিনী গাজায় বিপুল পরিমাণ বোম ও বিস্ফোরক ফেলে শহরটিকে আক্ষরিক অর্থেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ইসরায়েলের এই নির্বিচার হামলার কারণে অবরুদ্ধ অঞ্চলটিতে প্রায় ৭ লাখ শিশু বাস্তুচ্যুত বা ঘরছাড়া হয়েছে। এই সময়ে নিহত হয়েছে অন্তত ৪ হাজার ৬০০-এরও বেশি শিশু। 

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ লাখ শিশু তাদের ঘর হারিয়েছে। জীবন যাপন করছে বিভিন্ন অস্থায়ী আবাস বা আশ্রয়শিবিরে। ইউনিসেফ জানিয়েছে, এই সব শিশুই ইসরায়েলি হামলার কারণে তাদের সবকিছু পেছনে ফেলে আসতে বাধ্য হয়েছে। 

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪০ জনে। নিহতদের মধ্যে শিশুই ৪ হাজার ৬৩০ জন এবং নারী ৩ হাজার ১৩০ জন। 
 
অন্যদিকে, গাজায় আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে ফিলিস্তিনিদের লাশ খুবলে খাচ্ছে রাস্তার কুকুর। হাসপাতাল প্রাঙ্গণে স্তূপাকারে জমা হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ। গত ১২ নভেম্বর হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আরব নিউজ। এরই মধ্যে ইসরায়েলি সেনারা হাসপাতালের প্রধান ফটকে পৌঁছে গেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

আল-কাইলা বলেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিচ্ছে না, বরং আহত ও অসুস্থদের রাস্তায় নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এটি সরিয়ে নেওয়া নয়, বরং বন্দুকের নলের মুখে উচ্ছেদ।’ তিনি আরও বলেন, ‘গাজার হাসপাতালগুলোতে এখন বিপর্যয় ঘটছে, যেখানে রোগীরা এখন চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। শিশু ও প্রাপ্তবয়স্করা ডায়ালাইসিসের অভাবে মারা যাচ্ছে।’ 

মন্ত্রীর তথ্য অনুসারে, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি নবজাতকও রয়েছে। বিবৃতিতে আল-কাইলা বলেন, ‘ইসরায়েলি দখলদাররা স্থানীয়দের এলাকা ছাড়তে বাধ্য করার পর থেকে আল-রানতিসি ও আল-তুর্কি হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার অনকোলজি রোগীর সবাই এখন মৃত্যপথযাত্রী। সমস্ত গর্ভবতী নারী ও উচ্চ ঝুঁকির গর্ভাবস্থার নারীদের নিয়ে শঙ্কা বেশি। কারণ তাঁরা গাজায় চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না। যেসব নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন, তিনি চিকিৎসা সেবা দেওয়ার মতো কাউকে পাবেন না।’ 

বিবৃতি অনুসারে, ‘অসুস্থ ও আহতরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাতে পারছেন না এবং অনেকেই প্রাণ হারিয়েছেন। চিকিৎসাকর্মীরা আল-শিফা হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ভবনের মধ্যে চলাচল করতে পারছেন না। কারণ, কমপ্লেক্সের ভেতরে কেউ চলাচল করলেই ইসরায়েলের ড্রোন তাঁদের লক্ষ্যবস্তু করছে।’ 

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘আরেকটি বিপদ রোগীদের জীবন ও স্বাস্থ্য হুমকির মুখে ফেলেছে। মেডিকেল টিমগুলোর ১০০ জন শহীদকে দাফন করার মতো সক্ষমতা নেই। তাদের লাশ হাসপাতালের প্রাঙ্গণে পচতে শুরু করেছে। চিকিৎসাকর্মীদের সাক্ষ্য অনুসারে, এর মধ্যে কয়েকটি লাশ রাস্তার কুকুর খুবলে খেয়েছে।’ 

গাজার মন্ত্রী বলেন, আহত, অসুস্থ ও মেডিকেল টিমগুলোর খাবার নেই, কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু