হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বিদায় নিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় বাসভবন ছাড়লেন তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পর তার পরিবারের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘রোববার মধ্যরাতে নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বেলফোর স্ট্রিটে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন।’ 

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু কালো একটি অডি গাড়িতে করে বাসভবন ছাড়েন। ট্রাকে করে বাড়ির মালামাল সেখান থেকে স্থানান্তর করে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে নেওয়া হয়। 

প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু গত কয়েক বছরে দুর্নীতিসহ নানা কারণে ইসরায়েলিদের কাছে তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন তিনি। তাঁকে হটাতে জোট বেঁধে নামে বাম, ডান ও মধ্যপন্থী দলগুলো। 

গত ১৪ জুন নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাফতালি বেনেট।

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা