হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর

ইরানের পারচিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট থেকে পাওয়া ছবি। ছবি: প্ল্যানেট ল্যাবস

ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বের পারচিন ও খোজির সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই দাবি করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। পারচিন ঘাঁটিটি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর আগে জানিয়েছিলেন। আর খোজির ঘাঁটিটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত।

পারচিন ঘাঁটিতে অতীতে উচ্চ ক্ষমতার বিস্ফোরক পরীক্ষা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সন্দেহ প্রকাশ করেছিল। সংস্থাটির আশঙ্কা পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের জন্যও এই ঘাঁটি ব্যবহৃত হতে পারে। যদিও ইরান বহুদিন ধরে তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে তবে, আইএইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি বলছে, ইরানের একটি সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছিল যা ২০০৩ সাল পর্যন্ত চালু ছিল।

অন্যদিকে, খোজির ঘাঁটিতে ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা আছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক হামলায় এই স্থাপনাগুলোরও ক্ষতি হয়েছে। ইরানের সামরিক বাহিনী এই দুই ঘাঁটিতে কোনো ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি, তবে জানিয়েছে, হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী চার সৈন্য নিহত হয়েছেন।

খোজি সামরিক ঘাঁটি। ছবি: প্ল্যানেট ল্যাবস

এই হামলার পর ইরানের জাতিসংঘ মিশন এবং ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এপির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের বিমান হামলায় তেহরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোও ভবিষ্যতে হামলার জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ এই হামলায় সেগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার