হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পরিষ্কার করতে হলো রাস্তা 

সংযুক্ত আরব আমিরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তিন ব্যক্তিকে জরিমানা দেওয়ার পাশাপাশি পরিষ্কার করতে হয়েছে রাস্তা। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৫ লাখ টাকা) করে জরিমানা, তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। 

আজ রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্যভিক্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। 

আবুধাবির বিচারিক বিভাগ জানিয়েছে, আল-আইনের ট্রাফিক আদালত এমন নির্দেশনা দিয়েছেন। যাঁদের দিয়ে রাস্তা পরিষ্কার করানো হয়েছে তাঁরা আল-আইনে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন, সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছেন, পাবলিক রোডে বিপজ্জনক কর্মকাণ্ড করেছেন—এতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে। এ ছাড়া তাঁরা উচ্চ স্বরে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালিয়েছেন। 

আদালত তিন মাসের জন্য ওই তিনজনের ড্রাইভিং লাইসেন্স স্থগিত ও এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিনজনের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়টি ভাইরাল হয়। এরপর সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাঁদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত সব প্রমাণ দেখে রায় দেন, ওই তিনজন আইন ভঙ্গ করেছেন। আর আইন ভঙ্গ করার অভিযোগে প্রত্যেককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের