জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মনে করেন, গাজায় নিহত মানুষের ক্রমবর্ধমান সংখ্যাই বলে দিচ্ছে, সেখানে ইসরায়েলের সামরিক অভিযানের স্পষ্ট কিছু ভুল রয়েছে। আজ বুধবার রাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি অভিযান নিয়ে মন্তব্য করেন গুতেরেস। তিনি বলেন, ‘আপনি যখন গাজায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা দেখবেন, তখন সেখানে সামরিক অভিযানের স্পষ্ট কিছু ভুল দেখবেন।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক অভিযানে অন্তত ১০ হাজার ৫৬৯ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত মানুষের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু রয়েছে।
গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনি জনগণের কল্পনাতীত মানবিক চাহিদা বৈশ্বিক জনমতের ক্ষেত্রে ইসরায়েলকে পক্ষে রাখে না।’
গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষিত করার আহ্বান জানিয়ে আসছেন গুতেরেস। তিনি বলেন, ‘হামাস এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে অবশ্যই একটি পার্থক্য করা উচিত।’
আরও বলেন, ‘যুদ্ধের আইনকে সবার সম্মান করা অপরিহার্য।’