হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ১১ ত্রাণপ্রত্যাশীসহ ৩২ জনকে হত্যা করল ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

গাজায় ইসরায়েলি হামলায় নিহত একটি পরিবারের স্বজনদের আহাজারি। ছবি: আনাদোলু

গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আরও অন্তত ২১ জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজার চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে আরও বহু মানুষ। এমন তথ্য জানিয়েছেন চিকিৎসা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

নিহতদের মধ্যে ছিলেন ১১ ফিলিস্তিনি যারা গাজা সিটির দক্ষিণের নেতজারিম করিডরের কাছে মানবিক সহায়তার অপেক্ষায় জড়ো হয়েছিলেন। সেখানে ইসরায়েলি বাহিনী গুলি চালালে আরও কয়েকজন গুরুতর আহত হন।

ইসরায়েল সীমিতসংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেয়। এতে করে ত্রাণের আশায় হাজার হাজার মানুষ জড়ো হন। গাজা সরকারের জনসংযোগ অফিস জানিয়েছে, এসব জায়গায় বারবার হামলা চালানো হচ্ছে। কখনো আবার ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সেখানে হামলা চালিয়ে ত্রাণ লুট করছে।

গাজা সিটির আল-জাইতুন এলাকায় এক বসতবাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজন শিশু। আহত হয়েছেন আরও কয়েকজন।

গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থীশিবিরে একটি বাড়িতে চালানো হামলায় নিহত হয়েছেন ১০ জন। সেখানে আহত হয়েছে আরও অনেকে। আলাদা আরেক ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় গুলিবিদ্ধ হয়েছে দুটি তাঁবু, যেখানে গৃহহীন পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। এতে নিহত হয়েছেন ৮ জন সাধারণ নাগরিক। তাদের মধ্যে শিশুও ছিল।

আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গত অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫৫ হাজার ৪০০ ফিলিস্তিনি। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ ছাড়া গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার