হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে ইরান: ফাতাহ

ইরানের বিরুদ্ধে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ করেছে ফাতাহ। গতকাল বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কহীন বহিরাগত যেকোনো তৎপরতার প্রতিহত করার ঘোষণা দেয় এই গোষ্ঠী।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ বলে, ‘আমরা আমাদের পবিত্র ভূমি এবং আমাদের মানুষদের রক্ত শোষণ করতে দেব না।’ তারা আরও বলে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। বিশেষ করে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ গোষ্ঠীটি।

গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে ট্যাংক বিধ্বংসী মাইনসহ অত্যাধুনিক অস্ত্র চোরাচালান বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেনি ইরান। দেশটি জানায়, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধে।

চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ভোট দেওয়ার আবেদন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরপরই ফাতাহর পক্ষ থেকে এমন আহ্বান এল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রবিন্দুতে  পরিণত হয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে চায়, যার মধ্যে গাজাও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে। 

গত অক্টোবর থেকে চলমান হামাস–ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আটক হয়েছে হাজারো বাসিন্দা। এদিকে ফিলিস্তিনিদের হামলায় ডজেনখানেক ইসরায়েলিও নিহত হয়েছে।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়