হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে ইরান: ফাতাহ

ইরানের বিরুদ্ধে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ করেছে ফাতাহ। গতকাল বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কহীন বহিরাগত যেকোনো তৎপরতার প্রতিহত করার ঘোষণা দেয় এই গোষ্ঠী।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ বলে, ‘আমরা আমাদের পবিত্র ভূমি এবং আমাদের মানুষদের রক্ত শোষণ করতে দেব না।’ তারা আরও বলে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। বিশেষ করে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ গোষ্ঠীটি।

গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে ট্যাংক বিধ্বংসী মাইনসহ অত্যাধুনিক অস্ত্র চোরাচালান বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেনি ইরান। দেশটি জানায়, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধে।

চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ভোট দেওয়ার আবেদন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরপরই ফাতাহর পক্ষ থেকে এমন আহ্বান এল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রবিন্দুতে  পরিণত হয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে চায়, যার মধ্যে গাজাও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে। 

গত অক্টোবর থেকে চলমান হামাস–ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আটক হয়েছে হাজারো বাসিন্দা। এদিকে ফিলিস্তিনিদের হামলায় ডজেনখানেক ইসরায়েলিও নিহত হয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার