হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপে মুসলিম বিশ্বের প্রতি ইরানের আহ্বান

ইসরায়েলের বিরুদ্ধে তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলের সব রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বানও জানিয়েছে দেশটি। আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এই আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলায় ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালে ইসরায়েলি এই হামলার পর আজ বুধবার সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী শাসকদের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করেছেন, তাঁদের ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কারের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের ওপর অবিলম্বে তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলের সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করার জন্য ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানিয়েছেন আমির আব্দুল্লাহিয়ান। ইসরায়েলের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক নেই।

আরব বিশ্বের কয়েকটি দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মাঝে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ৭ অক্টোবর। ইরান শুরু থেকেই এই যুদ্ধ আঞ্চলিক রূপ পেতে পারে বলে সতর্ক করে দিয়েছে। এমনকি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে শিগগিরই ওই অঞ্চলে ইরানের অন্যান্য মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত