হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় দুই দিনে ১২৮ ইরানি নিহত, আহত প্রায় ৯০০

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ও শনিবার—এই দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেহরানভিত্তিক ইত্তেমাদ ডেইলি জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন নারী রয়েছেন। এ ছাড়াও বেশ কিছু শিশু হতাহতদের মধ্যে রয়েছে।

১৩ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে। এরপর টানা তিন দিন ধরে ইরানজুড়ে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটে। ইসরায়েল বলছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে থামাতেই এই সামরিক অভিযান চালাচ্ছে।

হামলার প্রধান লক্ষ্য ছিল সামরিক স্থাপনা হলেও, কিছু হামলা আবাসিক এলাকায় হওয়ায় ব্যাপক বেসামরিক প্রাণহানি হয়েছে। বহু পরিবারের সদস্য হতাহত হয়েছেন। অনেকেই আহত অবস্থায় চিকিৎসাসেবা পাচ্ছেন হাসপাতালগুলোতে, যেখানে চাপ ক্রমেই বাড়ছে।

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি