হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সি-ডব্লিউএএম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আলা-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এজেন্সি টুইটারে লিখেছে, ‘প্রেসিডেন্টের কার্যালয়বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রেসিডেন্টের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে এবং ৪০ দিনের সরকারি শোক পালন করা হবে। ফেডারেল ও আঞ্চলিক পর্যায়ে এবং বেসরকারি সেক্টরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলো তিন দিন বন্ধ থাকবে।’ 

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন। তাঁর ভাই আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের (যাকে দেশটির ডি-ফ্যাক্টর শাসক হিসেবে বিবেচনা করা হয়) সঙ্গেও দৈনন্দিন বিষয়গুলো নিয়ে কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন। তবে তাঁর উত্তরসূরি কে হবেন এ বিষয়ে কোনো তাৎক্ষণিক ঘোষণা দেওয়া হয়নি। 

শেখ খলিফা ২০০৪ সালে তাঁর বাবা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদের স্থলাভিষিক্ত হন। ক্ষমতাসীন হওয়ার এক দশক পর তিনি স্ট্রোকের শিকার হন। তার পর থেকে তিনি অনেকটাই জনসাধারণের দৃষ্টির বাইরে চলে যান। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটির নাম প্রয়াত এই শাসকের নামে রাখা হয়েছিল বুর্জ খলিফা। 

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’