হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়। 

এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় পৃথক দুই ঘটনায় ওই তিনজন মারা যান। তারও আগে, ফেব্রুয়ারির ১৩ তারিখে ১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। 

উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নেয়।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের