হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার ৭৭ শতাংশ এখন ইসরায়েলি কবজায়, ‘সুখবরের’ ইঙ্গিত ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর কবজায়। গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে, গাজায় চলমান ইসরায়েলি দখলদারত্ব ও হত্যাযজ্ঞের মধ্যেই অঞ্চলটির জন্য ‘সুখবরের’ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

গাজার সরকারি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘মাঠ থেকে পাওয়া তথ্য এবং যাচাইকৃত বিশ্লেষণ থেকে জানা গেছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী বর্তমানে গাজার মোট ভৌগোলিক এলাকার প্রায় ৭৭ শতাংশ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে।’

তারা আরও বলেছে, ‘ইসরায়েলি সেনারা সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় তাদের সেনা মোতায়েন, ফিলিস্তিনিদের তাদের এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশে বাধা দেওয়া বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ অর্জন করেছে।’ তারা ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতি, জাতিগত নির্মূলকরণ, পদ্ধতিগত গণহত্যা এবং ঔপনিবেশিকতার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে, ‘একটি অবরোধ এবং উন্মুক্ত যুদ্ধের আড়ালে জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

জনসংযোগ বিভাগ গাজায় গণহত্যার জন্য ইসরায়েল এবং এর সমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। গত বৃহস্পতিবার ইসরায়েল হায়োম সংবাদপত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা ৩ মাসের মধ্যে গাজার ৭০-৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। এটি তাদের বিস্তৃত সামরিক অভিযানের অংশ।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে। এতে ৫৩ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ‘আসল অগ্রগতির’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজাতেও ইতিবাচক অগ্রগতি হতে পারে।’ নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আমরা ইরান এবং হামাস উভয় দিক থেকেই গাজায় কিছু ভালো খবর পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই যে, আমরা এটি থামাতে পারি কিনা। ইসরায়েলকেও আমরা এটি থামাতে বলেছি। আমরা পুরো পরিস্থিতি থামাতে চাই।’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা