হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মনের শান্তির আশায় ৪৩ বছরে ৫৩ জনকে বিয়ে

প্রথম বিয়ে করেছিলেন ২০ বছর বয়সে, তাঁর চেয়ে ৬ বছরের বড় এক নারীকে। এর পরের ৪৩ বছরে একে একে আরও ৫২ জন নারীকে বিয়ে করেছেন স্রেফ মনের শান্তির আশায়। কিন্তু হায়...বিধি বাম। মনের সেই কাঙ্ক্ষিত শান্তি তাঁর মেলেনি। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৬৩ বছর বয়সী আবু আব্দুল্লাহ। তিনি সৌদি আরবের বাসিন্দা। দেশটিতে তিনি এরই মধ্যে ‘শতাব্দীর সেরা বহুবিবাহকারী’ বলে খ্যাতি পেয়ে গেছেন। 

এতগুলো বিয়ে করার পেছনের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবু আব্দুল্লাহ বলেছেন, তিনি তাঁর শারীরিক শান্তির জন্য এমনটা করেননি বরং তাঁর মনের শান্তি এবং স্থিতিশীলতার জন্যই এমনটা করেছেন। সম্প্রতি সৌদি আরবের স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম এমবিসিতে এই বিষয়ে এক সাক্ষাৎকারে হাজির হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে আবু আব্দুল্লাহ বলেন, তিনি যখন প্রথম বিয়ে করেন তখন তাঁর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না।

আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি যখন প্রথমবার বিয়ে করি তখন দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি আমার স্ত্রী–সন্তান নিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলাম। তবে কিছুদিন পর কিছু সমস্যা দেখা দেয় এবং আমি সিদ্ধান্ত নেই আমি আবারও বিয়ে করব। তখন আমি আমার বিয়ের বিষয়ে আমার প্রথম স্ত্রীকে অবগত করি।’ 

গালফ নিউজের মতে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরপরই আবু আব্দুল্লাহ তৃতীয় ও চতুর্থবার বিয়ে করতে বাধ্য করেছিল। অবশ্য আবু আব্দুল্লাহর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়ে আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। প্রথমটি ছিল যখন আমার ২০ বছর বয়সে এবং সে আমার চেয়ে ৬ বছরের বড় ছিল।’ তিনি জানিয়েছেন, তাঁর সবচেয়ে কম দীর্ঘায়িত বিয়েটি ছিল মাত্র ১ রাতের। 

আবু আব্দুল্লাহ আরও বলেন, ‘পৃথিবীর সবাই এমন একজন নারীকে চায় যার সঙ্গে সে বাকি জীবন কাটাতে পারবে। আমার মতে, জীবনে মানসিক স্থিতিশীলতা কোনো তরুণী নয় বরং কোনো একজন বৃদ্ধার সঙ্গেও আপনি খুঁজে পেতে পারেন।’ 

আবু আব্দুল্লাহর অধিকাংশ স্ত্রীই সৌদি আরবের তবে তিনি বিভিন্ন দেশ সফরকালেও একাধিক বিয়ে করেছেন। 

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা