হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিরাপদে আছে আমিরাত উপকূল থেকে ছিনতাই হওয়া সেই জাহাজ 

সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে ছিনতাই হওয়া পানামার জাহাজটি নিরাপদে রয়েছে। যুক্তরাজ্যের উপকূলীয় নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনের পক্ষ থেকে আজ বুধবার একটি টুইট বার্তায় এমনটি বলা হয়েছে। 

একটি টুইট বার্তায় ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনের পক্ষ থেকে বলা হয়, জাহাজটি থেকে সকল যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটি এখন নিরাপদ রয়েছে। 

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূল থেকে এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস নামের একটি জাহাজ ছিনতাই করা হয়েছে। হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছাকাছি অংশে থাকার সময় প্রিন্সেস জাহাজটি দখলে নেয় ৯ জন সশস্ত্র ব্যক্তি। বিশ্লেষকেরা এই ঘটনার জন্য ইরানি বাহিনীকেই সন্দেহ করছেন। 

এদিকে বার্তা সংস্থা ফার্স নিউজকে ইরানের জ্যেষ্ঠ সেনা মুখপাত্র আবোলফাজি শেকার্চি জানিয়েছেন, জাহাজ ছিনতাই ঘটনার সঙ্গে ইরান জড়িত নয়। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে এ নিয়ে এখনো কোনো কিছু বলা ঠিক হবে না। হোয়াইট হাউস জাহাজ এই ছিনতাইয়ের ঘটনাকে ‘খুবই বিরক্তিকর’ বলে উল্লেখ করেছে। 

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, জাহাজ ছিনতাই ঘটনায় তদন্ত করা হচ্ছে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’