হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৯০ শতাংশ ভোট পেয়ে মিসরে আবার প্রেসিডেন্ট সিসি

মিসরের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ফাত্তাহ এল সিসি। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন তিনি। আজ সোমবার রাষ্ট্রীয় ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। 

এ বিষয়ে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সাবেক জেনারেল সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০১৪ সালে। এবারের নির্বাচনে কাস্ট হওয়া ভোটের ৮৯.৬ শতাংশই তিনি পেয়েছেন। সংখ্যার দিক দিয়ে তাঁকে প্রায় ৪০ কোটি মানুষ ভোট দিয়েছে। 

মিসরের জাতীয় নির্বাচন কমিশনের ঘোষিত পরিসংখ্যান অনুসারে, সিসির তিন প্রতিদ্বন্দ্বী সম্মিলিতভাবে ৫০ লাখেরও কম ভোট পেয়েছেন। 

কমিশনের চেয়ারম্যান হাজেম বাদাউই একটি সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এবার দেশটিতে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক প্রায় ৬৬.৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। সাড়ে ১০ কোটি জনসংখ্যার দেশ মিসরে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ। 

একই সম্মেলনে কমিশনের নির্বাহী পরিচালক আহমেদ এল বেন্ডারি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন যেদিন আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ফল সংগ্রহ করি।’ 

 ৬৯ বছর বয়সী সিসি এমন এক সময়ে নির্বাচিত হলেন যখন দেশটি একটি নিষ্ঠুর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং পাশের ইসরায়েল-গাজা যুদ্ধের কারণে শঙ্কিত। 

প্রতিবেদনে বলা হয়েছে, সিসির পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি আগে থেকেই ধারণা করা হয়েছিল। এ অবস্থায় নির্বাচনী প্রচারেও সিসিকে দেখা যায়নি। এর বদলে তিনি বরং গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে কায়রো সফরকারী বিদেশি নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অগণিত বৈঠকের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন। 

যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা এবং গাজার বাসিন্দাদের মিসরের সিনাই উপদ্বীপে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বারবার সতর্কতা নিজ দেশে সিসির অবস্থানকে শক্তিশালী করেছে। 

ধারণা করা হচ্ছে, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশের অর্থনৈতিক পুনর্গঠনকে অগ্রাধিকার দেবেন সিসি। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সিসির সমালোচকেরা দাবি করেন—বিপুল ঋণ এবং অপ্রয়োজনীয় বড় প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার কারণেই দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

১ মার্কিন ডলার সমান ১৪ লাখ ইরানি রিয়াল!

ফিলিস্তিনে জাতিগত নিধনের লক্ষ্যেই ‘খুনি’ সেটলারদের সহায়তা নেতানিয়াহু সরকারের: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

লাতিনে উত্তেজনার মধ্যে সিরিয়ায় যুক্তরাজ্য-ফ্রান্সের বিমান হামলা

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ায় সাধুবাদ জানাল ইসরায়েল

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি