হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: এএফপি

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। তাঁর এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) শারার বাকু সফরের ফাঁকে একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে।’ তবে এই বৈঠকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অংশ নেবেন না।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই এই আলোচনার প্রধান বিষয় হবে।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফর করছেন। সফরকালে শারা বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তবে এই হামলাগুলো ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে এসব হামলা তীব্র হয়। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমন দখল করেছে এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি তৈরি করেছে। এর সঙ্গে কুনাইত্রা ও অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি দখলদার বাহিনীর অনুপ্রবেশ ঘটছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে