করোনা ভাইরাস এবং এর নতুন ধরনগুলোর বিস্তার ঠেকাতে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণ করলে নিজ নাগরিকদের ওপর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, গত বছরের মার্চের পর চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া সৌদি আরবের কিছু নাগরিক নাগরিক বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁরা ভ্রমণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছেন।
ওই কর্মকর্তা জানান, যে কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আগামী তিন বছরের জন্য তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
করোনার বিস্তার ঠেকাতে ভারত, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, মিসর, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ এবং ট্রানজিট নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।
৩ কোটি মানুষের দেশ সৌদিতে গতকাল মঙ্গলবারও ১ হাজার ৩৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৭৭৪ জনে পৌঁছেছে। এ ছাড়া সৌদিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮ হাজার ১৮৯ জন।