হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘লাল তালিকাভূক্ত’ দেশ ভ্রমণ করলে ৩ বছরের নিষেধাজ্ঞার হুমকি সৌদির

করোনা ভাইরাস এবং এর নতুন ধরনগুলোর বিস্তার ঠেকাতে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণ করলে নিজ নাগরিকদের ওপর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, গত বছরের মার্চের পর চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া সৌদি আরবের কিছু নাগরিক নাগরিক বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁরা ভ্রমণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছেন।

ওই কর্মকর্তা জানান, যে কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আগামী তিন বছরের জন্য তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

করোনার বিস্তার ঠেকাতে ভারত, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, মিসর, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ এবং ট্রানজিট নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

৩ কোটি মানুষের দেশ সৌদিতে গতকাল মঙ্গলবারও ১ হাজার ৩৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৭৭৪ জনে পৌঁছেছে। এ ছাড়া সৌদিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮ হাজার ১৮৯ জন।

আরব আমিরাতকে বন্দর–সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের