হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৮ 

লেবানন সীমান্তবর্তী একটি শহরের কাছে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওদাইসেহ শহরের কাছে লেবাননের সীমান্তে আজ বুধবার সকালে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান ঘোষণা করার পর থেকে এটি ছিল প্রথম মুখোমুখি সংঘর্ষ। 

ইসরায়েল জানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আগ্রাসন গাজায় হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের। কারণ, হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। যারা এমন পরিস্থিতির জন্য প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জন করেছে। 

এর আগে, গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গ্লিলত ঘাঁটি ও মোসাদ হেডকোয়ার্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। গোষ্ঠীটি তাদের ভান্ডারে থাকা ফাদি-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছিল। এতে দুজন আহত হয়েছে বলে জানিয়েছে, ইসরায়েল স্বাস্থ্য বিভাগ। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হিজবুল্লাহর তরফ থেকে তিন থেকে চারটি রকেট ছোড়া হয়েছিল। যার কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে। একটি রকেট ইসরায়েলের কাফার কাসিম নামে একটি এলাকায় দেশটি জাতীয় মহাসড়ক-৬–এ আঘাত হানে। 

এদিকে, গতকাল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছিল—তারাও লোহিত সাগর তীরবর্তী ইসরায়েলের বন্দর নগরী এলিয়াতে ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। 

সারি নিশ্চিত করেছেন, হুতি বিমানবাহিনী চারটি সামাদ-৪ ড্রোন দিয়ে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি উম্ম আল-রাশরাশে (এলিয়াত) সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এ সময় তিনি জানান, তাদের দুটি অপারেশনের উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে অর্জিত হয়েছে। মুখপাত্র উল্লেখ করেছেন, এই অপারেশনগুলো ফিলিস্তিনি ও লেবাননের জনগণের সঙ্গে সংহতি এবং তাদের সাহসী প্রতিরোধের সমর্থনে চালানো হয়েছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’