হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনকে ‘প্রায় মেয়াদোত্তীর্ণ’ ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দিচ্ছে ইসরায়েল

ঢাকা: ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

 এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। 

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’ 

বিবৃতিতে বেনেট আরও জানিয়েছেন, ফিলিস্তিনকে যে পরিমাণ টিকা দেওয়া হবে সেই পরিমাণ ভ্যাকসিন ফাইজারের কাছ থেকে আবারও পাবে ইসরায়েল। জানা গেছে, চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইসরায়েলে আসবে ফাইজারের ওই টিকাগুলো। 

ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক