হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়া নিয়ে বিদেশিদের ভয়ের কোনো কারণ নেই: মার্কিন টিভিকে জোলানি

হায়াত তাহরির আল-শামের নেতা আহমদ আল-শারা ওরফে আবু মোহাম্মদ আল-জোলানি। ছবি: এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন। বলেছেন, সিরিয়াকে নিয়ে বিদেশিদের ভয়ের কোনো কারণ নেই। মার্কিন সম্প্রচারমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ বুধবার তিনি এ কথা বলেন।

হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। স্কাই নিউজের আন্তর্জাতিক সংবাদ সম্পাদক জেইন জাফার এবং মধ্যপ্রাচ্য প্রযোজক সেলিন আল-খালদির সঙ্গে দামেস্কে এই সাক্ষাৎকারে দেন তিনি। তিনি বলেন, ‘দেশটি পুনর্নির্মাণ করা হবে।’

আল-জোলানি আগে ইসলামিক স্টেট অব ইরাকের সদস্য ছিলেন এবং পরে সিরিয়ায় আল–কায়েদার সহযোগী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের নেতৃত্ব দেন। তবে ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এখন তিনি নিজেকে আরও উদারপন্থী নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তবে হায়াত তাহরির আল-শাম এখনো জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত।

আল-জোলানি আরও বলেন, ‘ভয়টা মূলত ছিল সরকারের উপস্থিতির কারণে। এখন সিরিয়া উন্নয়ন, পুনর্গঠন ও স্থিতিশীলতার পথে এগোচ্ছে।’ তবে তাঁর এই আশ্বাসের পরও হায়াত তাহরির আল-শামের দ্রুত ক্ষমতায় উত্থান সিরিয়ার সংখ্যালঘুদের মধ্যে, যেমন—কুর্দি, আলাওয়ি বা আলভি এবং খ্রিষ্টানদের মধ্যে আশঙ্কার জন্ম দিয়েছে।

আল-জোলানি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধ ক্লান্ত সিরিয়ার মানুষ নতুন করে সংঘাত চায় না। দেশ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং এমন যুদ্ধে জড়াবে না।’ তিনি আরও বলেন, ‘ইরানি মিলিশিয়া, হিজবুল্লাহ এবং আসাদ সরকারের অপসারণ সিরিয়ার পুনরুদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘তাদের অনুপস্থিতিই সমাধান। বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক ফিরে আসার কোনো সুযোগ নেই।’

সাক্ষাৎকারে আল-জোলানি তাঁর যোদ্ধাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, তাঁরা কোনো বিদেশি সহায়তা বা হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার দায়িত্ব নিয়েছে। আগের আসাদ সরকারের রুশ ও ইরানি সমর্থনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সব সাবেক উপনিবেশবাদী দেশ সিরিয়াকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা