হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শর্ত সাপেক্ষে গাজায় যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ছে

গাজায় চার দিনের যুদ্ধবিরতি আজ সোমবার শেষ হয়েছে। এই বিরতির পর গাজায় কী হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল বিশ্বজুড়ে। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস ও মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতার। 

বাংলাদেশ সময় সোমবার রাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চার দিনের যুদ্ধবিরতি বাড়াতে হামাস ও কাতারের শেষ চেষ্টা সফল হয়েছে। 

হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘কাতার ও মিসরের ভাইদের মধ্যস্থতায় আমরা চলমান যুদ্ধবিরতি একই শর্তে আরও দুই দিন বাড়ানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছি।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে আরও ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলে বন্দী আরও ফিলিস্তিনিকে মুক্তি দিতে কাতারসহ মিসর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিবিড় আলোচনা হয়েছে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ বিষয়ে অ্যাক্সে (সাবেক টুইটার) একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘কাতার ঘোষণা করেছে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে গাজা উপত্যকায় আরও দুই দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তি হয়েছে।’ 

এর আগে গত রোববার এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই থেকে চার দিন বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের জানিয়েছে হামাস। এই সময়ে ইসরায়েলের আরও ২০ থেকে ৪০ জিম্মিকে মুক্তি দিতে চায় তারা। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিমত ছিল। 

উল্লেখ্য, গত চার দিনের যুদ্ধবিরতির মধ্যে ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছেন হামাস যোদ্ধারা। অন্যদিকে চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। 

যুদ্ধবিরতি শেষে গাজায় আবার হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির সরকারের মুখপাত্র ইলন লেভি বলেন, ‘জিম্মিদের মুক্তি দেওয়া থামানোর সঙ্গে সঙ্গে হামাস নির্মূলের অভিযান শুরু হবে।’

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত