হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার উপকূল থেকে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার 

সিরিয়ার উপকূল থেকে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এ সময় আরও আটজনকে জীবিত অবস্থায় সিরিয়ার তারতৌস শহরের উপকূল থেকে উদ্ধার করা হয়। জীবিতরা জানিয়েছেন, তাঁরা লেবানন থেকে রওনা হয়েছিলেন।

সিরিয়ার সরকারপন্থী সংবাদমাধ্যম আল-ওয়াতানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জীবিতরা জানিয়েছেন, তাঁরা লেবাননের মিনিয়েহ শহর থেকে কয়েক দিন আগে রওনা হয়েছিলেন।

বর্তমানে লেবানন দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এর আগে সর্বশেষ ১৮৫০-এর দশকে দেশটি এমন ভয়াবহ অর্থনৈতিক সংকটে পতিত হয়েছিল। এই সংকট কাটাতেই অনেকে লেবানন ছাড়ছেন। বিশেষ করে যুদ্ধের কারণে যেসব সিরিয়ান লেবাননে আশ্রয় নিয়েছিলেন, তাঁরা এখন আবারও দেশে ফেরার চেষ্টা করছেন। এ ছাড়া ফিলিস্তিনি উদ্বাস্তুরাও লেবানন ছাড়ছেন।

গত বুধবার লেবাননের সেনাবাহিনী জানিয়েছিল, তারা একটি নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশী অন্তত ৫৫ জনকে উদ্ধার করেছে। তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু গন্তব্যে পৌঁছার পরিবর্তে আবারও লেবাননের উপকূলেই চলে আসে।

গত এপ্রিলে লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছ থেকে যাত্রা করা একটি অভিবাসী বহনকারী নৌকা লেবাননের নৌবাহিনীর বাধার মুখে দেশটির উপকূলে ডুবে যায়। সেই নৌকায় অন্তত ৮০ জন লেবাননিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি অভিবাসী ছিলেন, যাদের মধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয় এবং সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়। বাকি ৩০ জনের খোঁজ আর মেলেনি।

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়