হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ব্যাপক আকারে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল, নিহত ১৩৫

আজকের পত্রিকা ডেস্ক­

গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের একটি ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পরের ঘটনা। ছবি: আনাদোলু

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ‘অপারেশন গিদিয়নস চ্যারিয়ট’ নামে ভয়ংকর স্থল অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইডিএফের নির্মম বোমাবর্ষণে গত কয়েক ঘণ্টায় কমপক্ষে ১৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। অকেজো হয়ে পড়েছে উত্তর গাজার সব সরকারি হাসপাতাল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে। আইডিএফের ড্রোন ও ফাইটার জেট আকাশে ঘুরছে।

ইসরায়েলি হামলা গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, মধ্যাঞ্চল এবং দক্ষিণের রাফাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়েছে। এসব অঞ্চলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের বাড়ি ও ক্যাম্প লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে, তাদের মধ্যে চার শিশু রয়েছে।

স্থানীয় সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, অনেক ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। চিকিৎসকেরা বলছেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিয়মিত ও রিজার্ভ বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় ‘ব্যাপক স্থল অভিযান’ শুরু করেছে। তারা হামাসের ‘৬৭০টির বেশি স্থাপনায়’ বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা এই অভিযানে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা এবং হামাস নিয়ন্ত্রিত গাজার বেশ কিছু এলাকা দখল করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখা। তিনি বলেন, ‘গাজাবাসীর নিরাপত্তার জন্য’ তাদের দক্ষিণে সরিয়ে নেওয়া হবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তারা বলেন, এই পরিকল্পনায় পুরো গাজা দখলের কথা রয়েছে।

ইসরায়েলের পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি ‘মানবিক অঞ্চল’ স্থাপনের কথা বলা হয়েছে, যেখানে সব ধরনের সাহায্য বিতরণ করা হবে। তবে এটি কোনো স্বাধীন মানবিক সংস্থার তত্ত্বাবধানে হবে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনার নিন্দা করে বলেন, এটি ‘বেসামরিক নাগরিকের মৃত্যু ও গাজার ধ্বংসের’ কারণ হবে। তিনি আরও বলেন, মানবিক সাহায্যের ওপর অবরোধ ‘আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস’।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা