হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসন: খাদ্যহীন ১০ লাখ মানুষ, নিহত প্রায় ৪১ হাজার 

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১১ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। একই সঙ্গে, সহায়তা না পাওয়ায় গাজার ১০ লাখের বেশি মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজার এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি মানুষ গত আগস্টে কোনো রেশন পাননি। অর্থাৎ, এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহযোগিতা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়করই রয়ে গেছে।’ 

কেবল খাদ্যসহায়তা থেকেই গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করছে। 

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের