হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় হামাসের দ্বিতীয় শীর্ষ কমান্ডারের মৃত্যুর গুঞ্জন 

ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের সেকেন্ড ইন-কমান্ড বা দ্বিতীয় শীর্ষ কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) মারওয়ান ইসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। হামাসও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। 

আইডিএফ জানিয়েছে, গতকাল সোমবার গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় মারওয়ান ইসা নিহত হয়েছেন বলা ধারণা করা হচ্ছে। আইডিএফ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। মারওয়ান ইসার মৃত্যু হলে তিনিই হবেন ইসরায়েলি হামলায় নিহতদের হামাস নেতাদের মধ্যে সবচেয়ে উঁচু পদের নেতা। 
 
ইসরায়েলিদের কাছে মারওয়ান ইসা ‘ছায়ামানব’ হিসেবে পরিচিত। ধারণা করা হয়, ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল তার পরিকল্পনাকারীদের মধ্যে তিনিও একজন। আইডিএফের অনুমান, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই মারওয়ান ইসা হামাসের রণকৌশল নির্ধারণ করে আসছেন। 

মারওয়ান ইসার মৃত্যুর বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজার মধ্যাঞ্চলের আল-নুসেইরাত শরণার্থীশিবিরে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের সেকেন্ড ইন-কমান্ড মারওয়ান ইসা অবস্থান করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তি রোববার দিবাগত রাতে বিমান হামলা চালানো হয়। 
 
হ্যাগারি বলেছেন, ইসা ও গাজায় হামাসের অস্ত্র নিয়ন্ত্রণে একজন কমান্ডার অবস্থান করছেন—এমন খবর পেয়েছিল আমাদের গোয়েন্দা সংস্থা শিন বেত। সেই খবরের ভিত্তিতে হামলা চালানো হয় ভূগর্ভস্থ টানেল লক্ষ্য করে। তিনি আরও বলেছেন, তাঁরা দুজন ছাড়াও টানেলটিতে আরও অনেক ‘সন্ত্রাসী’ ছিল। তবে আমরা এখনো নিশ্চিত নই যে, ইসা নিহত হয়েছেন কি না। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, মারওয়ান ইসা লুকিয়ে ছিলেন এমন একটি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। তবে তিনিও মারওয়ান ইসার নিহত বা আহত হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। 

হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দাইফের মতো মারওয়ান ইসাও ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত। একই সঙ্গে এই তালিকায় গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারও ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে আছেন।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র