হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফাহে হামাসের বুবি-ট্র্যাপে উড়ে গেল ৪ ইসরায়েলি সেনা, নিহত বেড়ে ২৯৯ 

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই ৪ সেনা মারা যান এবং ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী—আইডিএফ। এ নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, নিহত চারজন সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের দেওয়া তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন। শালোম এবং লেভিন এখনো তাদের প্রশিক্ষণের সময়ই শেষ করেননি।

আইডিএফের প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, সৈন্যরা রাফাহের শাবোরা পাড়ায় একটি সন্দেহজনক বাড়ির ভেতরে বিস্ফোরক নিক্ষেপ করেছিল এই ভেবে যে, হয়তো কোনো ফাঁদ পাতা আছে। কিন্তু তাতে কোনো কিছু না ঘটনা ওই চার সেনা বাড়িটির ভেতরে প্রবেশ করে। দুজন সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিস্ফোরকই বিস্ফোরিত হয় এবং বাড়িটি সেনাদের ওপর ভেঙে পড়ে।

এদিকে, গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করেছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লার কাফর নিয়া’মা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো এবং রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’