হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঘূর্ণিঝড় তেজের কারণে ওমানের উপকূলীয় অঞ্চলে ২ দিনের ছুটি 

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে ওমানের রাজতন্ত্র। এর অংশ হিসেবে জোফার ও আল ওস্তা প্রদেশে আগামীকাল পর্যন্ত দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ওমান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে তেজ নামে এই ঘূর্ণিঝড়ের তীব্রতার মাত্রা কমিয়ে ক্যাটাগরি-১-এ নামানো হয়েছে। সাইক্লোনটি ওমানের উপকূলীয় শহর সালালাহ থেকে ২৭০ কিলোমিটার দূরে ছিল। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ৬৪ থেকে ৮২ কিলোমিটারের মধ্যে রয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে আজ পর্যন্ত দুদিন জোফারের সব স্কুলে ছুটি ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অনুসারে, সাইক্লোনের জন্য ওমানের সালালাহ বন্দরটি গতকাল বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ঝড় ও ব্যাপক বৃষ্টিপাতের কারণে যান চলাচলে প্রভাব পড়েছে। শহরের বাস চলাচল বন্ধ রয়েছে। আল হালানিয়াত–তাকা রুটের ফেরি চলাচলও বন্ধ রয়েছে।

প্রতিবেদন অনুসারে, সাইক্লোনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্রয় দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা। এখন ১১ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের আশ্রয়, প্রয়োজনীয় খাদ্য এবং পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার