হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল জাজিরার সম্প্রচার বন্ধ ঘোষণা করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন। ছবি: এএফপি

উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে ফিলিস্তিনে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, পুরো আরব ভূমি, বিশেষত ফিলিস্তিনে বিভেদ সৃষ্টি করছে আল জাজিরা। তারা এই গণমাধ্যমকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে জানা যায়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে ফিলিস্তিনে আল জাজিরার সব কার্যক্রম বন্ধ করা হয়। বিবৃতিতে এ সিদ্ধান্তকে সাময়িক বলা হলেও মেয়াদ উল্লেখ করা হয়নি।

গণমাধ্যমটিতে ‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী বিষয়বস্তু’ প্রচার করা হচ্ছিল বলে দাবি করলেও আল ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়বস্তুর বিস্তারিত জানায়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত অঞ্চলে বাড়তে থাকা ঘটনার প্রতিবেদনে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাতিল করে পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের অবাধে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।

এর আগে গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সৃষ্ট উত্তেজনায় আল জাজিরার কভারেজ নিয়ে সমালোচনা করেছিল।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত হামাস-শাসিত গাজায় প্রয়োগ হবে না বলে আশা করা হচ্ছে। কারণ, সেখানে তাদের কর্তৃত্ব নেই।

গত বছর মে মাসে ‘দেশের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে তুলে ধরে গণমাধ্যমটির কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল। পরে সেপ্টেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করার নির্দেশ দেয়।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত