হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উটের দৌড় প্রতিযোগিতায় উড়োজাহাজ পুরস্কার

কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উটদের মনোমুগ্ধকর দৌড়। সৌদি আরবের ঐতিহ্যবাহী এই আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীর জন্য এবার এক ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের ৯ম আসরে ‘মানকিয়াত আল-জাজিরা’ শিরোপা বিজয়ী দলের মালিককে দেওয়া হবে ব্যক্তিগত উড়োজাহাজ। গাল্ফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উট ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হাতলিন গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে বলেন, ‘এই পুরস্কার শুধু প্রতীকী অর্থে গুরুত্ব নয়, বরং ঐতিহ্যের প্রতি গভীর সম্মানের প্রতিফলন। পুরস্কার বিজয়ী উৎসবের পৃষ্ঠপোষকের সঙ্গে সাক্ষাতের বিরল সুযোগ পাবেন।’

এক বছরের বিরতির পর আল শাদাদ নামে উটের দৌড় প্রতিযোগিতা ফিরে এল। এটি কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের অন্যতম আকর্ষণ। এবার প্রতিযোগিতায় নতুনত্ব আনার জন্য ডিজিটাল প্রযুক্তির নানা উদ্ভাবন যুক্ত করা হয়েছে। ‘রাই আল নাথার’ নামে বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালিত হবে।

কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উটদের মনোমুগ্ধকর দৌড়। সৌদি আরবের ঐতিহ্যবাহী এই আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এবার প্রতিযোগিতার অংশগ্রহণকারী বাছাইয়ে ভূমিকা রেখেছে সাধারণ মানুষ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে উটপ্রেমীরা পছন্দের দল বেছে নেন।

কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উটদের মনোমুগ্ধকর দৌড়। সৌদি আরবের ঐতিহ্যবাহী এই আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। ছবি: সংগৃহীত

২০২১ সালে প্রথমবার আল শাদাদ প্রতিযোগিতা শুরু হয়। তখন এটি সৌদি আরবের সাংস্কৃতিক গর্বের প্রতীক হিসেবে পরিচিতি পায়। এবারও প্রতিযোগিতাটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে