হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র-ফ্রান্স 

দীর্ঘদিনের আশঙ্কা সত্যি করে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় পাঁচ শতাধিক লেবানিজ নিহত হয়েছেন। জবাবে ইসরায়েল লক্ষ্য করে কয়েক শ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই অবস্থায় এই যুদ্ধ আঞ্চলিক রূপ নেওয়ার আগেই ২১ দিনের যুদ্ধবিরতি আনতে চায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ২১ দিনের যুদ্ধবিরতি আনতে কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বিষয়টি জানিয়েছেন। 

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘একটি কূটনৈতিক সমাধান সত্যিই সম্ভব। সাম্প্রতিক দিনগুলোতে আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ২১ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনা ও কাজ করে যাচ্ছি।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন তিনি জানান, এ বিষয়ক পরিকল্পনা শিগগির প্রকাশ করা হবে। 

জ্যঁ-নোয়েল ব্যারো আরও বলেন, ‘বেসামরিক জনগণের সুরক্ষা এবং কূটনৈতিক আলোচনা শুরু করার অনুমতি দেওয়ার জন্য আমরা বিলম্ব না করে এটি (যুদ্ধবিরতি) গ্রহণ করার জন্য উভয় পক্ষের (ইসরায়েল ও হিজবুল্লাহ) ওপর নির্ভর করছি।’ 

এদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় একটি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের সেনাবাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্থল অভিযানের জন্য প্রশিক্ষণরত সেনাদের সঙ্গে কথা বলেছেন। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জেরে বছরখানেক ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তসীমান্ত লড়াই চলছে। এতে শত শত মানুষ মারা গেছে। নিহতদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া উভয় পক্ষে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলছে, তারা হামাসের সমর্থনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা এটি থামাবে না।

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক

বিক্ষোভের মধ্যে ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স

ইরান চালায় কারা, কীভাবে