হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউক্রেন সংকট নিয়ে জেদ্দায় ৪০ দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু

ইউক্রেন সংকট নিয়ে সৌদি আরবের আয়োজনে জেদ্দায় আজ শনিবার আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ার বরাত দিয়ে আল-আরাবিয়া এ খবর জানিয়েছে।

দুই দিনের এ বৈঠক ইউক্রেনের কূটনৈতিক চাপের অংশ। পশ্চিমা মিত্র ছাড়াও বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে যুদ্ধ বন্ধে সমর্থন পেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইউক্রেন এবং তার মিত্ররা আশা করছে, জেদ্দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ প্রায় ৪০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের  বৈঠক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিষয়ে একমত হবে। তবে এই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না। 

ফোরামটি রাশিয়াকে বাদ দিলেও ক্রেমলিন বলেছে, তাঁরা বৈঠকের ওপর নজর রাখবে। এদিকে রাশিয়ার মিত্র চীন গত শুক্রবার জানায়, তারা বৈঠকে অংশ নিতহে ইউরেশীয় বিষয়ক বিশেষ দূত লি হুইকে পাঠাবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান এবং বৈঠকের প্রধান দূত আন্দ্রি ইয়ারমাক শুক্রবার গভীর রাতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমি জানি বৈঠকটি কঠিন হবে, কিন্তু আমাদের পেছনে শুধু সত্য ও মঙ্গলের বারতা। আমাদের মধ্য অনেক মতবিরোধ ও অবস্থানের ভিন্নতা রয়েছে, এরপরেও এই সংকট নিয়ে আমাদের নীতি ও উত্তোরণের ভাবনা বৈঠকে তুলে ধরাই এখন মুখ্য।’

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’